ঢাকা, বুধবার   ২৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হচ্ছে না, দু’দিনব্যাপী পহেলা বৈশাখ উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ২৪ মার্চ ২০২৫ | আপডেট: ১৬:০৫, ২৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মঙ্গল শোভাযাত্রার নাম অপরিবর্তিত থাকছে, তবে এবারের পহেলা বৈশাখ উদযাপন হবে দু’দিনব্যাপী। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষকে একসঙ্গে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আসন্ন বৈশাখ আয়োজন নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পহেলা বৈশাখ উদযাপন ও মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, এবারের বর্ষবরণের শ্লোগান— ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। তিনি আরও জানান, নববর্ষের প্রথম দিন ছাড়াও এবার চৈত্র সংক্রান্তির উৎসব যুক্ত হওয়ায় উদযাপন হবে আরও বর্ণিল ও উৎসবমুখর।

তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে নিশ্চিত করেছেন উপদেষ্টা।

এবারের নববর্ষ আয়োজনের মাধ্যমে ঐতিহ্য ও সংস্কৃতির ঐক্য আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি